অতিরিক্ত পণ আদায় না হওয়ায় গৃহবধূর উপর অ্যাসিড হামলা , পুড়িয়ে মারার অভিযোগ

5th March 2021 1:17 pm মালদা
অতিরিক্ত পণ আদায় না হওয়ায় গৃহবধূর উপর অ্যাসিড হামলা , পুড়িয়ে মারার অভিযোগ


দেবাশীষ পাল ( মালদা ) : বাপের বাড়ি থেকে পন না নিয়ে আসায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে অ্যাসিড ও কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার  জালুয়াবাধাল এলাকায়। জানা গিয়েছে গত ৬ বছর আগে বিয়ে হয় শিউলি বিবি (২৩) এবং পেশায় শ্রমিক সাইফ উদ্দিনের। তাদের দুটি সন্তান রয়েছে।
জানাযায় গত দুই দিন আগে পন না নিয়ে আসায় স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর হাত পা বেঁধে অ্যাসিড দিয়ে পোড়ানোর পর কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুই দিন চিকিৎসা চলার পর শুক্রবার সকালে মৃত্যু হয় এই গৃহবধূর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃত গৃহবধূর দাদা পিন্টু সেখ জানান, স্বামী সহ শ্বশুরবাড়ির মোট ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় কলিয়াচক থানায়। দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তারা।





Others News